BRAKING NEWS

গৃহবধূকে হত্যা করে মুখে বিষ ঢেলে দিল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ সিধাই মোহনপুরের গোপাল নগরে এক গৃহবধূকে হত্যা করে মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷  রাজ্যে বধূনির্যাতন, বধূ হত্যা, ধর্ষণ ও গার্হস্থ্য হিংসার ঘটনা উপর্যুপরি বৃদ্ধি পেয়ে চলেছে৷ সিধাই মোহনপুরের গোপাল নগরে পণের দায়ে এক গৃহবধূকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনরা পরিকল্পিত ভাবে হত্যা করেছে৷ মৃত গৃহবধূর নাম প্রিয়াংকা দেবনাথ৷ স্বামীর নাম  পরিমল দেবনাথ৷  তাকে হত্যা করে মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে বলে  আশঙ্কা ব্যক্ত করেছেন মৃতার  মামার বাড়ির লোকজনরা৷ মৃতার মামা অভিযোগ করেন পিতৃহারা প্রিয়াংকাকে ছোট বেলা থেকেই তারা লালন পালন করেন৷ এমনকি সাধ্যমতো জিনিসপত্র টাকা পয়সা দিয়েও সামাজিকভাবে বিয়ে দিয়েছেন৷ প্রায় ৬ বছর আগে প্রিয়াংকার বিয়ে হয়৷ তার ৪ বছরের একটি সন্তানও আছে৷ স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনরা মামার বাড়ি থেকে আরো টাকা পয়সা এনে দেবার জন্য ক্রমাগত নির্যাতন চালিয়ে যাচ্ছিল৷ কিন্তু টাকা  পয়সা মিটিয়ে দেওয়া সম্ভব হচ্ছিল না৷ সে কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন৷ স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ মৃতার স্বামী পরিমল দেবনাথকে গ্রেপ্তার করেছে৷ শাশুড়ি কুমুদিনী দেবনাথ,  দেবর অরুণ দেবনাথ ও ঝা রীতা দেবনাথের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *