মুম্বই, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): শাহরুখ খানকে ইদানিং দারুণ মিস করছেন আলিয়া ভাট| টুইট করে জানালেন অভিনেত্রী| গৌরী শিণ্ডের নতুন ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন আলিয়া| প্রযোজনা করছে শাহরুখের রেড চিলিজ আর করন জোহরের ধর্মা প্রোডাকশন| ছবির শুটিং আপাতত বন্ধ| তাই শাহরুখের সঙ্গে শুটিংয়ের ওই হইচই দারুণ মিস করছেন ২২ বছরের আলিয়া| শাহরুখেরও একই হাল| জানালেন ফেসবুকে|