BRAKING NEWS

মোহরছড়ায় পুলিশের জালে কুখ্যাত চোর

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ গ্রেপ্তার কুখ্যাত চোর৷ সাত  সকালে মোহরছড়া বাজার ব্যবসায়ীরা তাকে ধরে৷ খবরে জানা গেছে, কল্যাণপুর থানা এলাকার মোহরছড়া বাজারে বিগত পাঁচদিন ধরে হরির সংকীর্তন নাম চলছিল৷ সোমবার তার শেষ দিন৷ মন্দির প্রাঙ্গণে উৎসব কমিটির পক্ষ থেকে প্রতি বছরের মত একটি প্রণামি বাক্স বসায় মন্দিরের সামনে৷ পাঁচদিনে ভাল টাকা জমে বাক্সের মধ্যে৷ এদিকে এলাকার বখাটে কিছু যুবকের কুনজর পড়ে বাক্সের মধ্যে৷ ভোর রাতে যখন কীর্তনের দল ছাড়া কোন মানুষজন না থাকায় চোখ এড়িয়ে বাক্সটি নিয়ে যায় এলাকার বাসিন্দা হরকুমার ঘোষের বখাটে ছেলে পিন্টু ঘোষ৷ সাত সকালে উৎসব কমিটি বাক্সটি না দেখে হতভম্ব হয়ে যায়৷ তদন্তে নামে একত্রিত হয়ে সবাই৷ নজর পড়ে পিন্টুর উপর৷ পিন্টুকে জিজ্ঞেস করতেই সে পালিয়ে যাবার চেষ্টা করে৷ সাথে সাথে সবাই মিলে উত্তম মধ্যম দিলে সে স্বীকার করে যে টাকাগুলো সে এবং আরো দুজন মিলে নিয়েছে৷ ঘটনার খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ গিয়ে উপস্থিত হয়ে তাকে নিয়ে আসে থানায়৷ পিন্টুর এলাকা তেলিয়ামুড়া থানা এলাকা হওয়ায় তাকে তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে তুলে দেয়৷ পুলিশের এছাড়া কিবা করার আছে? কারণ কল্যাণপুর এলাকায়  এই মহকুমার ভারতচন্দ্রনগর ব্লকে মহিলা ভোটকর্মী পাঠাতে পারায় খুশি ব্লকের বিডিও নিবেদিতা ভৌমিক৷ আশা খুব ভালভাবেই তারা ভোট পর্ব সম্পন্ন করতে পারবে৷ আর এই প্রথমবারের মত ভোটকর্মী হিসেবে কাজ করতে  পারায় খুশি ৬জন মহিলা ভোটকর্মীও৷ পেশায় ৬ জনই শিক্ষিকা৷ খুব আনন্দ করে পিকনিকের মেজাজে এই মহিলা ভোটকর্মীরা পৌঁছে গেছেন ভোটগ্রহণ কেন্দ্রে৷ প্রিসাইডিং অফিসার গৌরী সাহা জানান, খুব যত্ন সহকারে দায়িত্ব কর্তব্য সম্পন্ন করতে পারবে তারা৷ ভোটের মত জাতীয় কান্ডে নিজেদের নিয়োজিত করতে পারায় খুশি তারা৷ এই বগাচেতল সুকলে ২টি আসনে মোট ভোটার  ৪৯৬ জন৷ অর্থাৎ   ২৪৮ জন ভোটার ৷ এর মধ্যে পুরুষ ভোটার ১২৯ জন এবং মহিলা ভোটার ১১৯ জন৷ এই ভোটকর্মীদের সাথে একজন এএসআই সহ মোট ৪ জন মহিলা পুলিশকর্মী  দেওয়া হয়েছে৷ এই প্রথম এই জেলায় মহিলা ভোট কর্মী দিয়ে ভোট গ্রহণ কাজ শুরু৷ তারাও প্রমাণ দিতে চায় মহিলারা আজ পিছিয়ে নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *