BRAKING NEWS

রোহতকে বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী, `মুর্দাবাদ’ স্লোগান

Manohar Lal Khattarরোহতক (হরিয়ানা), ২৩ ফেব্রুয়ারি (হি.স.): হরিয়ানার রোহতকে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার| কালো পতাকা দেখানোর পাশাপাশি, মুখ্যমন্ত্রীকে `মুর্দাবাদ’ স্লোগান দিয়ে অভ্যর্থনা জানানো হয়| সংরক্ষণের দাবিতে জাঠ অন্দোলন ঘিরে ক্রমশ রণক্ষেত্রের চেহারা নিয়েছে রোহতক| বর্তমানে কারফিউ শিথিল করা হয়েছে রোহতকে| মঙ্গলবার শহর পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী| সেখানে গিয়ে মানুষদের সঙ্গে কথা বলেন তিনি| আশ্বাস দেন, হিংসাত্মক বিক্ষোভের পিছনের সত্য জানতে, স্পষ্ট তদন্ত হবে|
উল্লেখ্য, জাঠ অন্দোলন ঘিরে অগ্নিগর্ভ হয়েছে হরিয়ানা| ধীরে ধীরে ছন্দে ফিরছে রাজ্য| হিংসায় নিহতের সংখ্যা বেড়ে দঁাড়িয়েছে ১৯ জনে| আহত শতাধিক|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *