মুম্বই, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): মুন্নাভাই ভক্তদের জন্য আনন্দ সংবাদ| আগামী বৃহস্পতিবার পুণের ইয়েরওয়াড়া সংশোধনাগার থেকে মুক্তি পাচ্ছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত| ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণে বেআইনি অস্ত্র রাখার জন্য পঁাচ বছর হাজতবাস করে এবার জেল ছাড়া পেতে চলেছেন সঞ্জু বাবা| সেই আনন্দে মঙ্গলবার দক্ষিণ মুম্বইয়ের নুর মহম্মদি হোটেলে ফ্রিতে বিকোল মুন্নাভাইয়ের নামে চিকেনের ডিশ|
দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত বিনামূল্যে `চিকেন সঞ্জুবাবা’ ডিশ খেতে পারবেন মুন্নাভাই অনুগামীরা| হোটেলের মালিক জানিয়েছেন, এভাবেই ভালোবাসার হিরোকে স্বাগত জানাতে চান তিনি|