নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ ফেব্রুয়ারি৷৷ একদিন চাকমাঘাট এর এপার ও ওপারের মানুষের মধ্যে ছিল না ঐক্য, না ছিল শান্তি, উগ্রবাদীদের দৌরাত্ম্যে নাজেহাল ছিল চাকমাঘাটের আপামর জনগণ৷ ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার ফলেই পুনরায় ঐক্য শান্তি ও উন্নয়নের পথ উন্মোক্ত হয়েছে এমনটাই বললেন চাকমাঘাটে অনুষ্ঠিত তেলিয়ামুড়া ব্লক ও মুঙ্গিয়াকামী ব্লকের অন্তর্গত এডিসি নির্বাচনের বামফ্রন্টের নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
রবিবার বিকাল তিনটায় চাকমাঘাট ব্রিজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের বামফ্রন্টের এক জনসভা৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়া এই জনসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, সিপিএম রাজ্য কমিটির সদস্য হেমন্ত কুমার জমাতিয়া, সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুধীর সরকার সহ অন্যান্য নেতৃত্বরা৷ সভা অনুষ্ঠিত হওয়ার আগেই তেলিয়ামুড়া বিভিন্ন এডিসি ভিলেজ থেকে হাজার হাজার কর্মী সমর্থকরা লালঝান্ডার মিছিল নিয়ে নির্বাচনী জনসভায় উপস্থিত হয়৷ মিছিলগুলিতে ছিল শুধুমাত্র একটাই সুর ত্রিপুরার উন্নয়নের ধারাকে বজায় রাখতে চাই বামফ্রন্টের ভোট৷ জাতি উপজাতির মৈত্রীর স্বার্থেই এ ভোট বলে মিছিল এগিয়ে আসে বিভিন্ন পাহাড়ি জনপদের রাস্তা অতিক্রম করে চাকমাঘাট প্রাঙ্গণে৷ মুখ্যমন্ত্রী এলাকার জনগণের উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়েবলেন, এডিসি গঠনে বামফ্রন্টের কংগ্রেসের কোন ভূমিকা ছিল না৷ সর্বদায় তারা এডিসি গঠনে বিরোধিতা করে গেছে৷ এডিসি গঠনে আজ উপাজিতদের জীবন যাত্রার মান উন্নয়ন হয়েছে যে জায়গায় মানুষ থাকার উপযোগী ছিল না৷ আজ তা শহরের রূপ নীতে চলেছে৷ রাস্তাঘাট, স্বাস্থ্য, পানীয় জল বিদ্যুৎ আজ ঘরে ঘরে পৌঁছে গেছে৷ সমস্ত উপজাতি অঞ্চলে আজ শান্তির পরিবেশ তৈরি হয়েছে৷ কিন্তু বিভেদকামী শক্তি আজ ত্রিপুরাকে ভেঙ্গে আলাদা রাজ্য গঠনের স্বপ্ণ দেখছে৷ জাতি উপজাতির মৈত্রীকে ভাঙ্গার চেষ্টা করা হচ্ছে৷ ত্রিপ্রাল্যান্ডের দাবি তুলে এক অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে৷ তাই এই সব অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে হলে চাই বামফ্রন্ট সরকার৷ এবং চাই এডিসি ভোটে প্রত্যেকটি ভিলেজেই চাই শুধুমাত্র বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের বিশাল জয়৷ তাই নির্বাচন মুহূর্তে চোখ কান খোলা রেখে কোনো প্ররোচনায় পা না দিয়ে আসন্ন ভোটে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী৷ এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, সিপিএম নেতৃত্ব সুধীর সরকার৷
2016-02-22