বারাণসী, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ)-র সাম্মানিক ডক্টরেট ডিগ্রি নিতে অস্বীকার করার জন্য ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সোমবার বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে এসে তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি দিতে চেয়েছিল| কিন্তু বিনয়ের সঙ্গে ওই ডিগ্রি নিতে ওই প্রস্তাব অস্বীকার করেছি| আমি মনে করি, এসব থেকে নিজেকে যত বেশি দূরে রাখা যায়, ততই ভালো| কিন্তু এই ডিগ্রি দেওয়ার জন্য আমায় বেছে নেওয়ায় আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ| এজন্য কিছু মনে করবেন না| এত বড় একটা প্রতিষ্ঠানে আসার সুযোগ পাওয়াটাই আমার কাছে গর্বের বিষয়|
মতামত প্রকাশের অধিকার প্রয়োগ করে যখন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে বিশ্বাসঘাতক তকমা দিয়ে গ্রেফতারের তোড়জোড় চলছে, তখন ছাত্রদের সর্বদা প্রশ্ন করার মানসিকতা জিইয়ে রাখার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী| তিনি আরও বললেন, নিজের ভেতরের ছাত্রস্বত্ত্বাকে কোনওদিনও বিনষ্ট হতে দেওয়া উচিত হয়| কৌতুহল জিইয়ে রাখতে হবে| জীবনে সফল হতে গেলে এই অভ্যেস বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী|
2016-02-22