BRAKING NEWS

জাঠেদের আন্দোলনের জেরে দিল্লি-আম্বালা হাইওয়ে অবরোধ, যানজট

delhi ambala NHচণ্ডীগড়, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : জাঠেদের আন্দোলন প্রশমিত হলেও একেবারে আন্দোলনের আগুন নেভেনি| আসন সংরক্ষণ নিয়ে সরকারের লিখিত প্রতিশ্রুতির দাবিতে সোমবার দিল্লি-আম্বালা হাইওয়ে অবরোধ করল জাঠ আন্দোলনকারীরা| একইসঙ্গে অবরুদ্ধ হরিয়ানা এবং ঝজ্জর হাইওয়ে| লারসোলি, সোনিপতের কাছে দিল্লি-চণ্ডীগড় ১ নম্বর জাতীয় সড়কও ফের অবরোধ করেছে আন্দোলনকারীরা| তবে পথ অবরোধ হলেও জাঠেদের আন্দোলন আপাতত অনেকটাই স্থিতিশীল| কৈথালসহ বিভিন্ন জায়গায় কারফিউ তুলে নেওয়া হয়েছে| সিংহুসহ হরিয়ানার প্রতিটি সীমান্ত খুলে দেওয়া হয়েছে| তবে সেনাবাহিনী মোতায়েন রয়েছে| যোগাযোগ পরিষেবা স্বাভাবিক রাখতে এদিন আম্বালা সাহারানপুর, মীরুট ভায়া চণ্ডীগড়-দিল্লি বিশেষ ট্রেন চালু করেছে রেলমন্ত্রক| এছাড়া দিল্লি-চণ্ডীগড় বিমান চলাচলের সংখ্যাও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক|
অন্যদিকে, জাঠেদের আসন সংরক্ষণ নিয়ে এদিন দুপুরে মন্ত্রিসভার জরুরি বৈঠকে বসেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার| আবার ওবিসি কোটায় জাঠেদের আসন সংরক্ষণের দাবির বিষয়টি দেখভালের জন্য একটি কমিটি গঠনের ঘোষণা করেছে নরেন্দ্র মোদীর সরকার| এই কমিটির শীর্ষে থাকবেন সংসদীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু| গত আটদিন ধরে সমগ্র হরিয়ানায় যে তীব্র আন্দোলনের ব্যাপারেও তদন্ত করবে এই কমিটি| এছাড়া জাঠেদের আন্দোলন এবং মুনাক ক্যানেল বন্ধ করা নিয়ে হরিয়ানা সরকারের থেকে রিপোর্ট চেয়েছে সুপ্রিমকোর্ট|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *