BRAKING NEWS

আমি জঙ্গি নই, জেএনইউ ফিরে জানাল উমর খালিদ

Umar Khalid JNUনয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ফিরে এল দেশ বিরোধী স্লোগান দেওয়ায় অভিযুক্ত উমর খালিদ| উমর হলেন জেএইউ-এর ইতিহাসের ছাত্র| বেশ কিছু দিন ধরেই গা-ঢাকা দেওয়ার পর রবিবার রাতে প্রথম বারের জন্য প্রকাশ্যে এলেন| প্রকাশ্যে এলেন তাঁর আরও চার সতীর্থ অনির্বাণ ভট্টাচার্য, আশুতোষ যাদব, রমা নাগা এবং অনন্ত নারায়ণ| পুলিশ এই পাঁচ জনকেই দেশদ্রোহিতার অভিযোগে খুঁজছে| জারি হয়েছে লুকআউট নোটিসও| তাঁদের আর এক সতীর্থ কানহাইয়া কুমার এই মুহূর্তে আদালতের নির্দেশে একই অভিযোগে জেল হেফাজতে রয়েছে|
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্লক| স্লোগান, করতালিতে ফেটে পড়ে গোটা চত্বর| সেই উল্লাসের মধ্যেই দীপ্ত উচ্চারণে উমর খালিদ জানায়, `যদিও আমার নাম উমর খলিদ, কিন্তু আমি জঙ্গি নই|’ খালি গলায় বলতে বলতেই তার হাতে উঠে এল মাইক্রোফোন| এক হাতের মুঠোয় মাইক্রোফোন আর অন্য মুঠোয় জোরে চেপে ধরা কর্ড| একের পর এক বাক্যে রাষ্ট্র থেকে মিডিয়া শানিত ভাষণে সকলকে শুনিয়েছে তাদের কথা|
এদিকে, খবর পেয়ে ওই ছাত্রদের গ্রেফতার করতে হাজির হয় পুলিশ| কিন্তু বিশ্ববিদ্যালয়ে চত্বরে পুলিশ প্রবেশের অনুমতি দেননি উপাচার্য এম জগীদশ| যদিও তাঁর এই সিদ্ধান্তে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে| সোমবার দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না পারলেও অভিযুক্তরা বাইরে এলেই গ্রেফতার করা হবে তাদের|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *