BRAKING NEWS

অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণকাজ শুরু জন্য সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করলেন বিজেপি নেতা সুব্রক্ষ্মণ্যম স্বামী

subramaniam swamiনয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : অযোধ্যায় বিতর্কিত জমিতে রাম মন্দিরের নির্মাণকাজ শুরু করার জন্য সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করলেন বিজেপি নেতা সুব্রক্ষ্মণ্যম স্বামী|
প্রধান বিচারপতি টি এস ঠাকুরের বেঞ্চে দায়ের করা পিটিশনে স্বামী বলেন, ইসলামীয় দেশগুলির রীতি অনুযায়ী, মসজিদকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে| রাস্তা নির্মাণের মতো জনস্বার্থমূলক কাজে বা বিভিন্ন কারণে মসজিদ স্থানান্তরিত করা হয়| কিন্তু কোনও মন্দির একবার তৈরি হয়ে গেলে তা কোনওভাবেই সরানো সম্ভব নয়| স্বামী আরও বলেছেন, অযোধ্যায় যে মসজিদ ঘিরে বিতর্ক, সেটি সরযূ নদীর ধারে অন্য কোথাও সরিয়ে নেওয়া যেতেই পারে| আর বিতর্কিত স্থানে রাম মন্দির তৈরি করা যায়|
অন্যদিকে শীর্ষ আদালত জানিয়েছে, ইতিমধ্যেই যে বেঞ্চে রাম মন্দির ও বাবরি মসজিদ বিতর্ক সংক্রান্ত নানা বিষয়ে শুনানি চলছে, সেখানেই তালিকাভুক্ত হবে এই পিটিশন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *