ভিলেজ নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত, আজ শুরু ভোটকর্মীদের ব্যালটে ভোট

Election Tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি৷৷ ভিলেজ কমিটি নির্বাচনে নিযুক্ত ভোটকর্মীদের ভোট গ্রহণ প্রক্রিয়া শনিবার ও রবিবার অনুষ্ঠিত হবে৷ সকাল এগারটা থেকে শুরু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া৷ চলবে বিকাল চারটা পর্যন্ত৷ রাজ্য নির্বাচন কমিশনের সচিব এই সংবাদ জানানোর পাশাপাশি বলেন, রাজ্যে ৫২টি ব্লকে নির্বাচনের কাজে নিযুক্ত ভোট কর্মীরা শনিবার ও রবিবার ভোটদান করবেন৷ এনিয়ে সমস্ত প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেছে৷
এদিকে রাজনৈতিক দলগুলির তরফ থেকেও জোর প্রচার চালানো হয়েছে৷ আগামী বুধবার ভোট গ্রহণ করা হবে৷ ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে ভোট কর্মীদের মহড়ার প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে৷
ভিলেজ কমিটি নির্বাচনে ২৬৩৪টি নির্বাচনী কেন্দ্র রয়েছে৷ তাতে মোট ভোটার ৭ লক্ষ ৬৮ হাজার ৪০৪জন৷ এদের মধ্যে পুরুষ ভোটার ৩ লক্ষ ৮৯ হাজার ২৯২ জন এবং মহিলা ভোটার ৩ লক্ষ ৭৯ হাজার ১১২ জন৷ মোট ৫৮৭টি ভিলেজ কমিটিতে আসন সংখ্যা ৪ হাজার ৫৯৭টি৷ এদের মধ্যে উপজাতি সংরক্ষিত আসন ৪০১৮টি, তপশিলী জাতিভুক্ত সংরক্ষিত আসন১৮০টি এবং সাধারণ ক্যাটাগরিতে ৩৯৯টি আসন রয়েছে৷ এই নির্বাচনে মহিলা সংরক্ষিত আসনের সংখ্যা ২০০৫টি৷ ব্যালট পেপারেই ভিলেজ কমিটি নির্বাচন হবে৷
এদিকে, আটটি জেলায় ভিলেজ কমিটি নির্বাচনের উত্তর জেলায় ৬০টি ভিলেজ কমিটিতে নির্বাচনী কেন্দ্র রয়েছে ১৬০টি৷ ঊনকোটি জেলায় ৩২টি ভিলেজ কমিটিতে নির্বচনী কেন্দ্র রয়েছে ৯২টি৷ ধলাই জেলায় ১১০টি ভিলেজ কমিটিতে নির্বাচনী কেন্দ্র ২৯৬টি৷ খোয়াই জেলা ৬৯টি ভিলেজ কমিটিতে নির্বাচনী কেন্দ্র ১৫৫টি৷ পশ্চিম জেলায় ৮৫টি ভিলেজ কমিটিতে নির্বাচনী কেন্দ্র ১৯৮টি৷ সিপাহিজলা জেলায় ৫৮টি ভিলেজ কমিটিতে নির্বাচনী কেন্দ্র ১৪১টি৷ গোমতী জেলায় ১০৩টি ভিলেজ কমিটিতে নির্বাচনী কেন্দ্র ২৪৩টি এবং দক্ষিণ জেলায় ৭০ টি ভিলেজ কমিটিতে নির্বাচনী কেন্দ্র ১৬৬টি৷ নির্বাচনকে কেন্দ্র করে আইনীশৃঙ্খলা বিষয়ে পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে গত ১৩ জানুয়ারি বৈঠক হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের৷ ভিলেজ কমিটি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য পুলিশ প্রশাসনের তরফে সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ আগামী ৭ মার্চের মধ্যে ভিলেজ কমিটি নির্বাচনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে৷