মুম্বই, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): রেললাইনে কাজ করার সময় লোকাল ট্রেনে কাটা পড়লেন ৪ অস্থায়ী রেলকর্মী| তড়িঘড়ি তঁাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো যায়নি| শুক্রবার ভোর ৬টা ১৫ মিনিট নাগাদ মুম্বইয়ের কার্লা এবং বিদ্যাবিহার স্টেশনের মাঝে লাইন মেরামতির কাজ করছিলেন ওই ৪ জন অস্থায়ী রেলকর্মী|
রেল আধিকারিকদের ধারণা, অন্ধকারের কারণে ট্রেনের আসা খেয়াল করতে পারেননি তাঁরা| ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে| উল্লেখ্য, ২০১৩ সালের ৩ নভেম্বর থানের ঠাকুরলি আর কল্যাণ স্টেশনের মাঝে একই ভাবে লাইন মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়েছিলেন ৪ কর্মী|
2016-02-19

