নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : দেশের দুর্নীতিদমন সংস্থায় বিশিষ্ট অবদানের তালিকা থেকে বাদ গেলেন দিল্লি পুলিশের প্রধান বি এস বাসি্স| জেএনইউ কাণ্ডের জেরেই এই তালিকা থেকে বাদ পড়লেন তিনি| যদিও এই সিদ্ধান্ত নিয়ে মাথা ঘামাচ্ছেন না বাসি্স| তাঁর কথায়, এই সিদ্ধান্ত বর্তমানে বিতর্কিত পুলিশ আধিকারিকদের মধ্যে শীর্ষেদিল্লি পুলিশের প্রধান বি এস বাসি্স| জেএনইউ ছাত্র সংসদের সভাপতি কানাইয়া কুমারকে গ্রেফতার করে তুমুল বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি| এছাড়া দিল্লি সরকার অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তাঁর দ্বন্দ্ব তো ছিলই| যদিও দিল্লি পুলিশ আধিকারিক পদে তাঁর মেয়াদ এমাসেই শেষ হচ্ছে| এরপর তিনি সেন্ট্রাল ইনফরমেশন কমিশনার হচ্ছেন| ইনফরমেশন কমিশনার কমিটির প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়েগ বাসি্সকে সেন্ট্রাল ইনফরমেশন কমিশনার পদে নিয়োগ করছেন| কিন্তু নতুন পদ পেলেও দুর্নীতিদমনে বিশিষ্ট অবদানের তালিকা থেকে বাদ পড়লেন বাসি্স| যদিও এই বিষয়ে তাঁর মন্তব্য, এই সিদ্ধান্তে আমি বিরক্ত বোধ করছি না|