কলকাতা, ১৯ ফেব্রয়ারি (হি.স.): জেএনইউ ইসু্যকে ঘিরে এ বার কোপের মুখে পড়লেন শিল্পী কবীর সুমনও| ব্লক করে দেওয়া হল কবীর সুমনের ফেসবুক প্রোফাইল| জেএনইউ-এর ছাত্র আন্দোলনের পক্ষে গান লিখে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছিলেন শিল্পী| সেই গানে আফজল গুরুর পক্ষেও সওয়াল রয়েছে| ফেসবুকে এই গান প্রকাশিত হওয়ার পরই হঠাত্ ব্লক হয়ে যায় তাঁর ফেসবুক প্রোফাইলটি|
এই ব্লকেডের খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে| কবীর সুমনের অনুরাগীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলেছেন| সুমনের গানে জেএনইউ-এর ছাত্র আন্দোলন আর আফজল গুরুর পক্ষে সওয়াল থাকায় কেন্দ্র তাঁর প্রোফাইল ব্লক করেছে বলে অভিযোগ ওঠে| যদিও ২৪ ঘন্টার মধ্যেই ব্লকেড উঠে গিয়েছে|