নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার রামনগর সুকলে গতকাল রাতে চোরের দল হানা দেয়৷ স্থানীয় লোকজন টের পেয়ে চোরদের পাকড়াও করার চেষ্টা করলে কয়েকজন পালিয়ে যায়৷ তবে, একজন চোরকে পাকড়াও করতে সক্ষম হন এলাকাবাসী৷ উত্তেজিত জনতার প্রহারে সে গুরুতরভাবে আহত হয়৷ জানা যায়, রামনগর সুকলের কক্ষের তালা কেটে চোরেরা চুরি করার উদ্যোগ নিয়েছিল৷ তখনই এলাকার লোকজন টের পেয়ে যান৷ গণপ্রহারে আহত চোরকে আগরতলা পশ্চিম থানার পুলিশ উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ থানা সূত্রে জানা গেছে, তার নাম মামুন মিয়া৷ তার বাড়ি চারিপাড়া এলাকায়৷ সে কুখ্যাত চোর বলে জানিয়েছে পুলিশ৷ তার বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মামলা রয়েছে৷
2016-02-18