চাচুবাজারে ধর্ষিতার চিকিৎসা খরচের টাকা নেওয়ায় স্বতঃপ্রণোদিত মামলা উচ্চ আদালতের

Highcourt of Tripura Imageনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুযারি৷৷ চাচুবাজারে গণধর্ষিতা উপজাতি কিশোরীর সাথে জিবি হাসপাতাল কর্তৃপক্ষের অপমানবিক আচরণের প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত মামলা নিল উচ্চ আদালত৷ মুখ্যবিচারপতি দীপক গুপ্তা এবং বিচারপতি এসসি দাসের ডিভিশন বেঞ্চ বুধবার এই মামলায় স্বাস্থ্য সচিবকে নোটিশ জারি করে চাচু বাজারে ধর্ষিতা উপজাতি কিশোরীর কাছ থেকে হাসপাতালে চিকিৎসা বাবদ বিল মিটিয়ে না দেওয়ায় তাকে কেন ছুটি দেয়নি এবং বিলের বকেয়া রাশি কেন আদায় করেছে হাসপাতাল কর্তৃপক্ষ তার কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে৷ এবিষয়ে আগামী ২ মার্চের মধ্যে হলফনামা দিয়ে জানানোর জন্য উচ্চ আদালত নির্দেশ দিয়েছে৷ সুপ্রিমকোর্টের নির্দেশ মোতাবেক ধর্ষিতাদের চিকিৎসা বাবদ সমস্ত ব্যয় রাজ্য সরকারকেই বহন করতে হবে৷ কিন্তু জিবি হাসপাতাল কর্তৃপক্ষ সুপ্রিমকোর্টের এই নির্দেশ অমান্য করেছে বলেই উচ্চ আদালত এই মামলা নিয়েছে, এমনটাই জানা গেছে৷
সংবাদে প্রকাশ, চাচু বাজারে ধর্ষিতা উপজাতি কিশোরী চিকিৎসাবাবদ ৫৯৫০ টাকা আদায় করেছে জিবি হাসপাতাল কর্তৃপক্ষ৷ অভিযোগে জানা গেছে, বকেয়া বিল মিটিয়ে না দেওয়ায় জিবি হাসপাতাল কর্তৃপক্ষ ঐ ধর্ষিতা কিশোরীকে হাসপাতাল থেকে ছুটি দেয়নি৷ ফলে, ঐ কিশোরীর পরিবারের সদস্যরা গৃহপালিত শূকর বিক্রি করে হাসপাতালের বিল মিটিয়ে তাকে বাড়ি নিয়ে যান৷
এক বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে জানানো হয়েছিল, ধর্ষিতাদের চিকিৎসা বাবদ সমস্ত কিছু রোগী কল্যাণ সমিতি তদারকি করে থাকেন৷ চাচু বাজারে ধর্ষিতা কিশোরীর হাসপাতালের বিল রোগী কল্যাণ সমিতি মিটিয়ে দেওয়ার জন্য চেক বানিয়ে ঐ পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে৷ অবশ্য, এই ঘটনা ঐ পরিবারের তরফে হাসপাতালের বিল মিটিয়ে দেওয়ার পর যা দপ্তরের বিজ্ঞপ্তিতে প্রমাণিত৷
এই সমস্ত কিছুর ভিত্তিতে বুধবার উচ্চ আদালত রাজ্য সরকারকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *