BRAKING NEWS

বন্ধ হচ্ছে ইয়াহু-র ডিজিটাল ম্যাগাজিন, কাজ হারাতে চলেছেন বহু সাংবাদিক

Yahooনয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): বন্ধ করা হচ্ছে তথ্য প্রযুক্তি সংস্থা ইয়াহু-র একের পর এক নিউজ ওয়েবসাইট| ফলে কাজ হারাতে চলেছেন বহু সাংবাদিক ও অন্যান্য কর্মী| ডিজিটাল ওয়েবসাইট গুলিকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন ইয়াহু-র সিইও মেরিসা মেয়ার| বন্ধ করা হচ্ছে, ইয়াহু ফুড, ইয়াহু হেল্‌থ, ইয়াহু পেরেন্টিং, ইয়াহু মেকারস, ইয়াহু ট্র্যাভেলস, ইয়াহু অটোস এবং ইয়াহু রিয়েল এস্টেট|
ইয়াহু ডিজিটালের গ্লোবাল এওডিটর ইন চিফ মারথা নেলসনের কথায়, `ইয়াহুর ডিজিটাল সাইটগুলিতে দক্ষ সাংবাদিকদের অবদান অসাধারণ| তঁাদের ভিন্নধর্মী সাংবাদিকতাকে ধন্যবাদ জানাচ্ছি| কিন্তু, ইয়াহুর ডিজিটাল ম্যাগাজিন আর প্রকাশিত হবে না| তবে আমাদের সঙ্গে কাজ করা সাংবাদিকদের অতীথ প্রতিবেদন পড়তে পারবেন আমাদের সাইটে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *