বর্ধমান, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্তদের ধরতে পুরস্কার ঘোষণা করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)| কারও মাথার দাম ১০ লাখ টাকা| কারও বা ৫ লাখ কিংবা ২ লাখ টাকা| খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে ফেরার নয় অভিযুক্তকে ধরতে এমনই নয়া উদ্যোগ নিল এনআইএ| বর্ধমান স্টেশন চত্বরে অভিযুক্তদের ছবি সহ পোস্টার দেওয়া হয়েছে| পোস্টারে লেখা রয়েছে, `অভিযুক্তদের ধরতে এনআইএ-কে সাহায্য করুন|’বৃহস্পতিবার ওই পোস্টারগুলি দেখতে সকাল থেকেই ভিড় জমেছে| কেউ কেউ আবার ওই পোস্টারের ছবি মোবাইল বন্দিও করেন| যে নয় অভিযুক্তের নামে পোস্টার দেওয়া হয়েছে তারা হল, কাউজার ওরফে অনীশ, মৌলানা ইউসুফ শেখ, তলহা শেখ, সালাউদ্দিন সেলেহিন, আবুল কালাম, নাসিরুল্লাহ, কাদের কাজি, বুরহান শেখ এবং মুস্তাফিজুর রহমান| ওই অভিযুক্তদের বিবরণ, বাসস্থান সবকিছু লেখা রয়েছে পোস্টারে| অভিযুক্তদের সম্পর্কে খোঁজখবর দেওয়ার জন্য ফোন নম্বরও দেওয়া হয়েছে| একই সঙ্গে জানানো হয়েছে, তথ্য সরবরাহকারীর পরিচয় গোপন রাখা হবে| উল্লেখ্য, এর আগেও গত জুন মাসে খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত ১০ জঙ্গির নামে পুরস্কার ঘোষণা করে পোস্টার দিয়েছিল এনআইএ|