রাউরকেলা, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): ওডিশার রাউরকেলা থেকে গ্রেফতার করা হল নিষিদ্ধ স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (এসআইএমআই)-র চার মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে| মঙ্গলবার গভীর রাতে যৌথ অভিযান চালিয়ে ওই চার সিমি সদস্যকে পুলিশ গ্রেফতার করে| ধৃতদের উপর ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল উত্তরপ্রদেশ পুলিশ| ধৃতদের নাম, শেখ মেহমুব ওরফে গুড্ডু, আমজাদ ওরফে দাউদ, মহম্মদ আসলাম ওরফে বিলাল ও জাকির হুসেন ওরফে সাদিক| ২০১৩-র অক্টোবরে উত্তরপ্রদেশের খান্ডওয়া জেল থেকে পালিয়ে যায় সিমির ৬ সদস্য| পলাতক ৬ জনের মধ্যে এবার পুলিশের জালে ধরা পড়ল ৪ সিমি সদস্য|
ওই চার জঙ্গিকে ধরতে যৌথ অভিযান চালায় ওডিশা পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং ইন্টেলিজেন্স বু্যরো| পুলিশ জানিয়েছে, বেশ কয়েকদিন ধরেই ওই জঙ্গিদের উপর নজর রাখা হচ্ছিল| সম্প্রতি দেশের ১২টি জায়গায় তল্লাশি চালিয়ে ১৪ সন্দেহভাজন গ্রেফতার হয়েছে| তারা সবাই আইএস-র সমর্থক| ধৃতদের জেরা করে এই ৪ সিমি সদস্যের হদিশ মিলেছে| আইএস সমর্থকদের নিয়ে দেশে একটি গোষ্ঠী তৈরি হয়েছে| এরা সিমি এবং ইন্ডিয়ান মুজাহিদিনকে নতুন করে চাগিয়ে তুলে ধারাবাহিক সন্ত্রাসবাসী হানার ছক কষছে| জঙ্গি নিয়োগের কাজও চলছে সন্তর্পণে|
2016-02-17