গুয়াহাটি, ১৬ ফেব্রুয়ারি, (হি.স.) : রাহুলকে গান্ধীকে বিচ্ছিন্নতাবাদীদের সমর্থক বলে আখ্যা দিয়েছে প্রদেশ বিজেপি| গতকাল থেকে দু-দিনের সফরসূচি নিয়ে অসমে ঘুরে বেড়াচ্ছেন, বেশকয়টি জনসভায় ভাষণ দিয়েছেন, আজ করেছেন পদযাত্রা| যেখানেই যাচ্ছেন সেখানে এমন বক্তব্য পেশ করছেন যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূত তাঁকে তেড়ে বেড়াচ্ছে| বিজেপি-র প্রদেশ মুখপাত্ৰ হীতেন্দ্ৰনাথ গোস্বামী এবং বিজন মহাজন রাহুল গান্ধীর উদ্দেশে প্ৰশ্ন ছোঁড়ে তাঁকে জিজ্ঞাসা করেছেন, দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এর গত ৯ তারিখ রাতে যাঁরা রাষ্ট্রবিরোধী কার্যে লিপ্ত হয়েছিল, তিনি কোন স্বার্থে তাঁদের পক্ষ অবলম্বন করছেন, দেশের অখণ্ডতার যারা বিরুদ্ধাচরণ করে স্লোগান দিয়েছে সেইসব ছাত্রদের হয়ে কেন রাহু ওকালতি করছেন, দেশের অখণ্ডতা রক্ষা করার ব্যাপারে কি আপনার কোনও দায়বদ্ধতা যেখানে দেশের অখণ্ডতার প্রশ্ন সেখানে তাকে নিয়ে নোংড়া রাজনীতি কেন, এটা কোন ধরনের গণতন্ত্র ?
রাহুলের কাছে এই প্ৰশ্নগুলির জবাব চেয়ে তাঁকে বিছিন্নতাবাদ এবং তাদের উগ্রসমৰ্থক আখ্যা দিয়েছেন দুই মুখপাত্ৰ| এই বিচ্ছিন্নতাবাদী ব্যক্তিকে মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ অসমে এনে রাজ্যেও এক অরাজকতা সৃষ্টি করার প্রয়াস করছেন বলে তাঁদের অভিযোগ| তাঁরা আরও বলেন, বিছিন্নতাবাদীদের সমৰ্থন করে রাহুল এটা স্পষ্ট করে দিয়েছেন যে, বিগত দিনগুলিতে কংগ্ৰেস আমলে যেসব বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ ঘটেছিল সেগুলোর পেছনে কংগ্রেরেসেই প্রত্যক্ষ হাত ছিল| বিচ্ছিন্নতাবাদী শক্তিকে অসমে মানুষ কখনও সমৰ্থন করেন না বলেও জানান তাঁরা|
2016-02-16