BRAKING NEWS

উত্তরপ্রদেশে উপ-নির্বাচনে জোর ধাক্কা খেল সপা, মুজফফরনগরে বিজেপির জয়

Features of Indian Electionলখনউ, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরপ্রদেশে উপ-নির্বাচনে জোর ধাক্কা খেল রাজ্যের শাসকদল সমাজবাদী পার্টি| রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের দু’টিতেই হেরেছে সপা| একটি মাত্র আসনে জয় পেয়েছে মুলায়ম সিং যাদবের দল| অন্যদিকে, একটি করে আসনে জয় ছিনিয়ে নিয়েছে কংগ্রেস ও বিজেপি|
দেওবন্দ, বিকাপুর ও সবথেকে গুরুত্বপূর্ণ মুজফফরনগর আসনে উপ-নির্বাচন ছিল| ভোট গণনার পর দেখা যায় মুজফফরনগর আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী কপিল দেও আগরওয়াল| দেওবন্দ কেন্দ্রে জয় পেয়েছেন কংগ্রেসের মাভিয়া আলি| বিকাপুরে জিতেছেন সমাজবাদী পার্টির আনন্দ সেন যাদব| বিধানসভা ভোটের মুখে উপ-নির্বাচনে ৩টির মধ্যে মাত্র একটি আসন জয় সমাজবাদী পার্টির কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে বলে মত রাজনৈতিক মহলের একাংশের|
এদিকে, উত্তরপ্রদেশ ছাড়াও ত্রিপুরা, বিহার ও মহারাষ্ট্রের একটি করে আসনে উপ-নির্বাচন ছিল| ত্রিপুরার অমরপুর আসনে জয়ী হয়েছেন সিপিএম প্রার্থী পরিমল দেবনাথ| বিহারের হরলাখি থেকে জয়ী এনডিএ জোট প্রার্থী এবং মহারাষ্ট্রের পালঘরে জয় পেয়েছে শিবসেনা|

উপনির্বাচনে দাঙ্গা বিধবস্ত মুজফ্‌ফরনগরে জয়ী হল বিজেপি

লখনউ, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : দাঙ্গা বিধবস্ত মুজফ্‌ফরনগরে জয়ী হল বিজেপি| ঠাঁই পেল না মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি| একেবারে ৬ হাজার ভোটে জয় পেল বিজেপি| অন্যদিকে দেওব্যান্ড কেন্দ্রে জয় পেয়েছে কংগ্রেস| প্রায় সাড়ে তিনহাজার ভোটের ব্যবধানে জিতেছেন কংগ্রেস প্রার্থী মাভিয়া আলি| কেবল ফৈজাবাদে এগিয়ে রয়েছে সমাজবাদী পার্টি|
\ানা গিয়েছে, ২০১৩ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল সমাজবাদী পার্টি| কিন্তু সম্প্রতি মুজফ্‌ফরনগর দেওব্যান্ড এবং ফৈজাবাদ কেন্দ্রের বিধায়কের মৃতু্যর কারণে গত ১৩ ফেব্রুয়ারি এই কেন্দ্রে উপ-নির্বাচন হয়| মঙ্গলবার সেই নির্বাচনের ফল প্রকাশিত হল| ভোট গণনার শুরু থেকেই মুজফ্‌ফরনগরে এগিয়ে ছিল বিজেপি| গণনার শেষে ৬ হাজার ভোটে সমাজবাদী পার্টিকে পিছনে ফেলে এই কেন্দ্র দখল করে নিল বিজেপি| দেওব্যান্ড কেন্দ্রও গেল কংগ্রেসের দখলে| এসপি-র ঝুলিতে রইল কেবল ফৈজাবাদ কেন্দ্র|
উত্তরপ্রদেশের সঙ্গে বিহার, পাঞ্জাব, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ত্রিপুরা এবং মহারাষ্ট্রেও উপ-নির্বাচন হয়েছিল| তার ফলও এদিন প্রকাশিত হয়| বলা যায়, এই সমস্ত রাজ্যে আশানুরূপ ফলই হয়েছে| যেমন, পাঞ্জাবের খাবোর শাহিব কেন্দ্রে জিতেছে শিরোমণি আকালি দল, মহারাষ্ট্রের পালঘরে জয়ী হয়েছে শিবসেনা, কর্ণাটকের দেবাদুর্গা, হেববাল এবং মধ্যপ্রদেশের মৈহারে জয়ী হয়েছে বিজেপি, ত্রিপুরার অমরপুরে জয়ী হয়েছে সিপিএম আর বিহারের হারলাখিতে জয় পেয়েছে এনডিএ জোট|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *