বেলঘরিয়া, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃতু্য হল ৪ শিশুর| আর এই ঘটনাকে ঘিরে সোমবার সকালে উত্তপ্ত হয়ে উঠল দমদম থানার মঠকল এলাকা| উত্তেজিত জনতা পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়| মৃতেরা হল যুগ হেলা (৭), অনু হেলা (৯), আদিত্য হেলা (১১) এবং গোলু হেলা (৮)
সোমবার সকালে মামাবাড়ি থেকে ফেরার পথে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে দাড়িয়ে ছিল ৪ শিশু| তখনই দক্ষিণশ্বের থেকে দমদমগামী একটি বালিবোঝাই লরি সজোরে এসে তাদের পিষে দেয়| ঘটনাস্থলেই মৃতু্য হয় ৩ শিশুর| আর একজনের মৃতু্য হয় হাসপাতালে| প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, প্রতিদিন ওই এলাকায় লরিচালকদের থেকে তোলা তোলে পুলিশ| পুলিশের থেকে বঁাচতে বেপরোয়াভাবে লরি চালান চালকরা| এদিন সকালে ঘাতক লরিটি তোলা না দিয়ে পালানোর চেষ্টা করলে বেলঘরিয়া এবং নিমতা থানার দুটি জিপ লরিটিকে ধাওয়া করে| তখনই তীব্র গতিতে যাওয়া লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেয় ৪ শিশুকে|
এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন উত্তেজিত জনতা| পুলিশের গাড়িতে হামলা চালানো হয়| আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের দুটি জিপে| কোনও মতে সেখান থেকে পালিয়ে যান পুলিশকর্মীরা| সেই সময় দু’জন পুলিশকর্মী নিখোঁজ হয়ে যান বলে পুলিশ সূত্রে খবর| উত্তেজিত জনতা এই ঘটনার পর রাস্তা অবরোধ করেন| পরিস্থিতি নিয়েন্ত্রণে আনতে বিধাননগর কমিশনারেট থেকে বিশাল পুলিশবাহিনী গিয়ে লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে| নামানো হয় র্যাফও| স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পুলিশ সব সময়েই টাকা তোলায় ব্যস্ত থাকে| পুলিশকে ফাঁকি দিতে গিয়ে গাড়িগুলি দ্রুত গতিতে চলে| ট্রাফিক কন্ট্রোলের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা|
2016-02-15

