BRAKING NEWS

রাহুল গান্ধী `দেশদ্রোহী’দের সঙ্গে বন্ধু, কটাক্ষ বিজেপি সভাপতি অমিত শাহ-র

Amit Shahনয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী `দেশদ্রোহী’দের সঙ্গে বন্ধুত্ব করেছেন জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে| এভাবেই নিজস্ব ব্লগে বিরোধী কংগ্রেসকে আক্রমণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ| সম্প্রতি `ভারত বিরোধী’ স্লোগান দেওয়ার অভিযোগে দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনের একাধিক ছাত্রছাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ| এই নিয়ে জোর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে জাতীয় স্তরে| কেন্দ্রের বিরোধী প্রায় সব রাজনৈতিক দলরেই আক্রমণের নিশানায় শাসক বিজেপি| এহেন পরিস্থিতিতে বিজেপির মূল প্রতিপক্ষ কংগ্রেসকে ব্লগের মাধ্যমে আক্রমণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ|
নিজের ব্লগে অমিত শাহ লিখেছেন, কিছু বাম মনোভাবাপন্ন ভারত বিরোধী স্লোগান দেওয়ার অপরাধে গ্রেফতার হয়েছে| আর হীনমন্যতায় ভুগতে থাকা কংগ্রেস সেটা নিয়ে রাজনীতি করছে| রাহুল গান্ধীসহ কংগ্রেসের অন্যান্য নেতারা জেএনইউতে জাতীয়তাবাদের বিরোধী বক্তৃতা দিয়েছেন বলেও মন্তব্য করেছেন বিজেপি সভাপতি| একইসঙ্গে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী কী বিচ্ছিন্নতাবাদীদের মদত দিতে চাইছেন বলেও প্রশ্ন তোলেন তিনি| সেইসঙ্গে অমিত শাহ আরও বলেছেন, রাহুল গান্ধী ভারত বিরোধীদের সঙ্গে বন্ধুত্ব করছেন জেএনইউতে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *