গুরগাঁও, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : বান্ধবীর সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে এসে মৃতু্য হল প্রেমিকের| মৃতে নাম ঈশ্বর| ঈশ্বরের বান্ধবীর জামাইবাবু রমেশ ও তার গাড়ির চালক অনিল কুমারকে পুলিশ গ্রেফতার করেছে|
ঈশ্বরের সঙ্গে আলাপ হয়েছিল ফেসবুকে| ফেসবুকের চ্যাটবক্সেই আরও গভীর হয়| তাই বান্ধবীর সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে দিল্লির বছর ২৭-এর যুবক ঈশ্বর চলে এসেছিলেন গুরগাঁওতে| কিন্তু প্রেমের এই দিনই বদলে যায় হিংসায়| ওই তরুণীর ফ্ল্যাটে প্রেমিককে বেধরক মারধর করে বহুতল থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ| গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃতু্য হয় ঈশ্বরের|
পুলিশ জানায়, রবিবার রাত ৯টা নাগাদ এক ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর আসে| খবর পেয়ে হাসপাতালে রাতেই মৃতু্য হয় ঈশ্বরের|
ওই তরুণীর বয়ানের ভিত্তিতে গুঁরগাও পুলিশের সিপিআরও হাওয়া সিং জানান, গত সাত মাস ধরে ফেসবুকে ওই তরুণীর সঙ্গে আলাপ ঈশ্বরের| নিয়মিতভাবে কথা হত তাঁদের| ঈশ্বরই গুঁরগাওয়ে এসে তাঁর সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে পালন করার প্রস্তাব দিয়েছিলেন| রবিবার সন্ধ্যায় হুডা সিটি সেন্টার মেট্রো স্টেশনে ঈশ্বরের সঙ্গে দেখা করেন ওই তরুণী| তাঁকে সুশান্তলোক এলাকায় নিজের বহুতল ফ্ল্যাটে নিয়ে যান| ফ্ল্যাটে বসেই তাঁরা কথা বলছিলেন| এমন সময় ফ্ল্যাটে চলে আসেন ওই তরুণীর জামাইবাবু এবং গাড়ির চালক অনিল কুমার| ঈশ্বরকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে তারা| ঈশ্বরকে বেধরক মারধর করে এরপর বহুতলের উপর থেকে তাঁকে ফেলে দেওয়া হয়|
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ঈশ্বরের মৃতু্য হয়নি| তিনি জীবিত রয়েছেন দেখে, তাঁকে গাড়ি করে অন্যত্র নিয়ে যায় অভিযুক্তরা| সেখানে রাস্তার উপর ফেলে দেওয়া হয়তাঁকে| গোটা ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হয়| এই ঘটনায় রমেশ এবং অনিলের বিরুদ্ধে সুশান্তলোক থানায় মামলা দায়ের করা হয়েছে|
2016-02-15