BRAKING NEWS

সিরিয়ায় সৌদির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি রাশিয়ার

মস্কো, ১৪ ফেব্রয়ারি (হি.স.) : সিরিয়ায় সৌদি আক্রমণের জবাব দিতে এবার মাঠে নামল রাশিয়া| সিরিয়ায় ভূমধ্যসাগর অভিমুখে রওনা হল রাশিয়ার নৌবাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী আরও একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ| রাশিয়ার নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জেলেনি ডল বুইয়ান-এম ক্লাস রণতরী ভূমধ্যসাগরের স্থায়ী ঘাঁটিতে যোগ দিতে রওনা হয়েছে| যুদ্ধজাহাজ বিধবংসী ক্যালিবার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে এই জাহাজে|
সৌদি আরব ও তুরস্ক সিরিয়ায় স্থলপথে অভিযান শুরু করতে যাচ্ছে বলে শনিবার খবর প্রকাশ পাওয়ার পর রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ পাঠানোর প্রক্রিয়া শুরু করল| রাশিয়া রুশ নৌবাহিনী সূত্রে খবর, জাহাজটি এই প্রথম ভূমধ্যসাগরে রুশ বাহিনীর সঙ্গে কাজ করবে| রুশ সূত্রে খবর, জাহাজটি কয়েকদিনের মধ্যে সিরিয়া উপকূলে মোতায়েন যুদ্ধজাহাজগুলি সঙ্গে যোগ দেবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *