BRAKING NEWS

তাইওয়ানের শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দঁাড়িয়েছে ১১৫ জনে

তাইপেই, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : তাইওয়ানের তাইনান শহরে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দঁাড়িয়েছে ১১৫ জনে| গত শনিবার শহরে শক্তিশালী ভূমিকম্পে ভেঙে পড়ে ১৭ তলা একটি বহুতল| সেখানে মোট ৩২৭ জন বাস করত| ১৭৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও বাকিদের খোঁজ মেলেনি| উদ্ধার হয় ১১৫ টি মৃতদেহ| রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪| ভূমিকম্পের উত্সস্থল ছিল তাইওয়ানের কাওহসিয়াংয়ের ৩৯ কিমি উত্তর-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *