BRAKING NEWS

রাজধানীতে ছিনতাই

CHINTAIনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ শুক্রবার প্রকাশ্য দিবালোকে বেলা দুইটা নাগাদ রাজধানীর বিকে রোডে পাওয়ার হাউজ চৌমুহনীতে এক ছিনতাইকারীকে আটক করেছেন৷ ছিনতাইবাজ মোটর সাইকেলে করে এক সঙ্গীকে নিয়ে যাবার সময় এক মহিলার চেইন ছিনতাই করে নিয়ে যায়৷ এলাকার লোকজন তাকে আটক করতে সক্ষম হন৷ স্থানীয় লোকজনরা ছিনতাইকারীকে ধাওয়া করলে বাইক চালক পালিয়ে যেতে সক্ষম হয়৷ ছিনতাইকারী পাকড়াও হয়৷ তাকে গণধোলাই দেওয়া হয়৷ নির্মমভাবে মারধর করা হয়৷ সঠিক সময়ে পুলিশকে খবর দেওয়া হলেও পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে যথা সময়ে পৌঁছেনি৷ ফলে ছিনতাইকারী গণ প্রহারে গুরুতরভাবে আহত হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *