নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ পূর্ব ডুকলিতে জোড়া খুনের ঘটনায় আটক দুজনকে আদালত থেকে ৫দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে৷
[vsw id=”6xFPVJ3ytRE” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]পূর্ব ডুকলিতে গত মঙ্গলবার রাতে গৌরী চক্রবর্তী ও তার ছেলে দেবব্রত চক্রবর্তীকে হত্যার ঘটনায় আটক দুজনকে আজ পুনরায় আদালতে তোলা হয়৷ আগরতলা পূর্ব থানার পুলিশ তাদেরকে ১০ দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন৷ আদালত তাদেরকে ৫ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ পূর্ব ডুকলিতে জোড়া খুনের ঘটনায় জড়িত একজন বাংলাদেশে পালিয়ে গেছে৷ পুলিশ এখনো পর্যন্ত এই হত্যাকান্ডের সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত কোন তথ্য জানাতে পারেনি৷