নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ অকাল বর্ষণে কমলপুরে শীতকালীন সবজি ফসলের ব্যপক ক্ষয়ক্ষতি করেছে৷ ফলে কৃষকের মাথায় হাত৷ ইতিমধ্যে ময়দানে নেমেছে দপ্তর৷
উল্লেখ্য, বৃহস্পতিবার মধ্যরাত থেকে টানা চার ঘন্টা ভারি বর্ষণের ফলে ক্ষয়ক্ষতি হয়েছে শীতকালীন সবজি ফসলের৷ এলাকার চাষীরা জানান, রাত দুটে থেকে ভোর ৬টা পর্যন্ত টানা বৃষ্টিরর ফলে কমলপুর শহর এলাকা সহ মরাছড়া, কুষাইনালা, মেঙ্গিরমিয়া গ্রামে শীতকালীন সবজি ফলস ক্ষেতে জল জমে যায়৷ স্বাভাবিক কারণে আলু, বেগুন, মরিচ, উচ্ছে, মিষ্টি কুমড়ো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়৷ কৃষি আধিকারীক রাজীব দেব জানান, ফেব্রুয়ারী মাসে এটাই বৃষ্টিপাতের সর্বোচ্চ রেকর্ড করা গেছে৷ বৃষ্টিপাতের পরিমান ৮৫৫ মিলিমিটার৷ এর ফলে মুশুরী ডাল খেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ কৃষি দপ্তরের মতে এই বৃষ্টি কেবল মাত্র কমলপুর শহর সহ তৎসংলগ্ণ এলাকায় হয়েছে৷ অন্য কোথাও হয়নি৷ তবে দপ্তরের কাছে সঠিক তথ্য আসতে দু’দিন সময় লাগবে বলে তিনি জানান৷ এদিকে, ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, সবজি চাষের উপর নির্ভর করে তাদের জীবন জীবিকা নির্বাহ হয়৷ বৃহস্পতিবারের অকাল বর্ষণ তাঁদের সর্বস্বান্ত করেছে৷