নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ রাণীরবাজারে বৃদ্ধি নগরে কল্পনা দাস হত্যাকান্ডে অভিযুক্ত স্বামী জিতেন দাস সহ ৭ জনেরই জামিনের আবেদন খারিজ করে দিয়েছে ফাস্ট ট্রেক আদালত৷ এদিন, ফাস্টট্রেক আদালতে জামিনের আবেদনটি আজ শুনানির জন্য উঠে৷ সরকার পক্ষে আইনীজীবী জামিনের আবেদনের বিরোধীতা করে গত ২৮ অক্টোবর ২০১৫ তারিখে উচ্চ আদালতেও জামিনের আবেদন খারিজের বিষয়টি তুলে ধরেন৷ বিষয়টি পর্যালোচনা করে ফাস্টট্রেক আদালতও জামিনের আবেদন খারিজ করে দেয়৷
2016-02-12

