BRAKING NEWS

৩৪ তম আগরতলা বইমেলা শুরু ১৪ই

Book Fairনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি৷৷ ৩৪ তম আগরতলা বাইমেলা ২০১৬ শুর হচ্ছে ১৪ ফেব্রুয়ারি৷ ১২ দিন ব্যাপী বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেসের বিখ্যাত চিত্রশিল্পী মো, হাশেম খান৷ আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা এই সংবাদ জানান৷ সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এবারের বই মেলার ভাবনা হচ্ছে ধর্মনিরপেক্ষ বহুত্ববাদী সহিষ্ণু ভারতবর্ষ আমাদের ঐতিহ্য৷ আগরতলায় উমাকান্ত একাডেমী প্রাঙ্গণে আয়োজিত ৩৪ তম বইমেলা চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত৷ প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ৮৩০ মিনিট পর্যন্ত মেলা চলবে৷ তবে ছুটির দিনে দুপুর ২টা থেকে রাত ৯ টায় পর্যন্ত চলবে মেলা৷ এবারের মেলায় ১২১টি স্টল থাকছে৷ এরমধ্যে ত্রিপুরার ৭৩টি, কলকাতার ৬টি, গুয়াহাটির ৬টি, নয়া দিল্লির ৩টি এবং বাংলাদেশ ও কেরালায় ১টি করে ষ্টল থাকবে৷ তথ্য ও সংসৃকতি মন্ত্রী জানান, বইমেলায় ১৫ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি দশদিনে বিভিন্ন আলোচনাচক্র ও কবি সম্মেলন অনুষ্ঠিত হবে৷ অন্যান্য বছরের মতো আয়োজিত হবে ক্যুইজ প্রতিযোগিতা৷
বইমেলার উদ্বোধন হবে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪ টায়৷ উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করবেন তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা৷ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সংসৃকতি দপ্তরের বিশেষ সচিব এস বন্দ্যোপাধ্যায়৷ বইমেলার সমাপ্তি অনুষ্টানে শিল্প সাহিত্য ও সংসৃকতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য যাদের পুরষৃকত করা হবে তাদের নামও আজ সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংসৃকতি মন্ত্রী ঘোষণা করেন৷ এবারের ধীরেন্দ্র কৃষ্ণ স্মৃতি পুরষ্কার পাচ্ছেন চিত্র ও ভাষ্কর্যে বিশেষ অবদানের জন্য তপশ্রী গাঙ্গুলী, সলিলকৃষ্ণ দেববর্মণ স্মৃতি পুরষ্কার পাচ্ছেন ককবরক সাহিত্যে বিশেষ অবদানের জন্য বোধরাই দেববর্মা (বইয়ের নাম,সিকৌলা নিনি বাগৌইঃ বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য সলিল কৃষ্ণ দেববর্মণ স্মৃতি পুরষ্কার প্রাপকের নাম পরে ঘোষণা করা হবে৷ কবিতায় বিশেষ অবদানের জন্য কবি সুকান্ত সৃতি পুরষ্কার পাচ্ছেন কল্যাণ গুপ্ত৷ ছোট গল্পের জন্য এবার বাংলায় ভীষ্মদের স্মৃতি পুরষ্কার পাচ্ছেন নিলীপ পোদ্দার ( বইয়ের নাম, সাঁঝ বেলাকম)৷ সঙ্গীতে বিশেষ অবদানেরর জন্য শচীন দেববর্মণ স্মৃতি পাচ্ছেন তাপসী দত্ত৷ লোক সংসৃকতিতে বিশেষ অবদানের জন্য লালন পফির পুরষ্কার পাচ্ছেন মাতলী দেব৷ নাটকে বিশেষ অবদানের জন্য ত্রিপুরেশ মজুমদার স্মৃতি নাট্য পুরষ্কার পাচ্ছেন রবীন্দ্র ভট্টাচার্য৷ ককবরক ও বাংলায় শ্রেষ্ঠ প্রকাশনার জন্য দৌলত আহমেদ স্মৃতি পুরষ্কার ও রাধামোহন ঠাকুর স্মৃতি পুরষ্কারের নাম পরে ঘোষণা করা হবে৷
তথ্য ও সংসৃকতি মন্ত্রী জানান, এবারের বইমেলার বিশেষ সংযোজন হচ্ছে ইলেকট্রনিক ডিসপ্লে ব্যবস্থা৷ বইমেলা চত্বরে তিনটি বড় পর্দায় বইমেলায় অতীত দিনের বিভিন্ন ছবি তুলে ধরা হবে৷ পাশাপাশি বইমেলা সম্পর্কিত বিভিন্ন তথ্যাবলী প্রদর্শিত হবে৷ প্রকাশক ও পুস্তক বিক্রেতারাও তাদের নতুন নতুন বইয়ের সংবাদ এখানে তুলে ধরতে পারবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *