নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি৷৷ গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূলের কোন্দল মেটাতে রাজ্য সফরে আসছেন দলের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক তথা পশ্চিমবঙ্গীয় সরকারের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি৷ দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৮ কিংবা ২৯ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন তিনি৷ সম্ভবত নতুন সভাপতি এবং চেয়ারম্যান নিযুক্তির লক্ষ্যেই তার এই রাজ্য সফর৷ ইতিমধ্যে বিভিন্ন জেলা কমিটি থেকে রাজ্যে তৃণমূলের অবস্থান সম্পর্কে তথ্য নিয়েছেন তিনি৷ এর ভিত্তিতেই নতুন সভাপতি এবং চেয়ারম্যান নিয়োগ করবেন সুব্রত মুখার্জি বলে দলীয় সূত্রে জানা গেছে৷
এদিকে, মঙ্গলবার খোয়াইয়ে তৃণমূল পার্টি অফিসে ভাঙচুরের ঘটনা নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন শ্রীমুখার্জি৷ রাজ্য সফরে এসে তিনি এবিষয়ে সরজমিনে খোঁজখবর নিয়ে প্রশাসনের সাথে আলোচনা করবেন বলে জানা গেছে৷ এদিকে, গতকাল খোয়াইতে তৃণমূল পার্টি অফিসে হামলার ঘটনায় আজ বিকেলে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয় খোয়াই শহরে৷
এদিকে, মঙ্গলবার সন্ধ্যা রাতে পর পর দুটি তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় আজ বিকেলে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয় খোয়াই শহরে৷
তৃণমূলের ব্লক সভাপতি বলেন, তৃণমূলের দুটি দলীয় কার্যালয় ভেঙ্গে গুরিয়ে দেওয়া হয়৷ মারধর করা হয় জেলা সভাপতি মনোজ দাস ও পূর্বাঞ্চল সভাপতি সুশান্ত দেবনাথকে৷ অথচ পুলিশ চার দুষৃকতীকে গ্রেপ্তারতো করলই না বরং উল্টো চার তৃণমূল কর্মী ও নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে মিথ্যে মামলা নিয়ে বসল৷ বিক্ষোভ সভায় সুবীর নাথশর্মা বলেন, রাজু দেববর্মাকে দিয়ে তৃণমূলের বিরুদ্ধে একটি মামলা করানো হয়৷ পুলিশ তাদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত না করেই অস্ত্র আইনের ধারা বসিয়ে দেয় তৃণমূল নেতা ও কর্মীদের বিরুদ্ধে৷ ব্লক সভাপতি পুলিশের দায়িত্ব নিয়ে বলেন, যে রাজু দেববর্মা দিয়ে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে মামলা করায় সে রাজু দেববর্মাই দিন দুপুরে খোয়াই সুভাষ পার্ক ফাঁড়ি থানার সামনে খোয়াই থানার এক পুলিশের গাড়ির চালক সুখেশ দেবনাথকে প্রকাশ্যে মাটিতে ফেলে মারধর করেছিলেন৷ অথচ পুলিশের কর্মী হয়েও গাড়ি চালক তার বিচার পায়নি৷ বিক্ষোভ সভায় ব্লক সভাপতি জানান, তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে মামলা করুন আপত্তি নেই কিন্তু যে চারজন দুষৃকতীর বিরুদ্ধে তৃণমূল হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা করেছে তাদের গ্রেপ্তার করা না হলে তৃণমূল কংগ্রেস শুধু খোয়াইতেই তীব্র আন্দোলন সংগঠিত করবে না, সারা রাজ্যজুড়েই সে আন্দোলন গড়ে তুলবেন৷
2016-02-11

