কাঠমাণ্ডু, ১১ ফেব্রুয়ারি (হি.স.): ফের একবার ভূকম্পন অনুভূত হল নেপালে| বুধবার স্থানীয় সময় রাত ১০টা ১৩ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে নেপালের রাজধানী কাঠমান্ডু| যদিও এই কম্পনের তীব্রতা খুব বেশি ছিল না| হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.২| ভূমিকম্প কয়েক সেকেণ্ড স্থায়ী হয় বলে জানা গিয়েছে| ভূমিকম্পের উত্সস্থল ছিল কাঠমান্ডুর ২০ কিলোমিটার উত্তর-পূর্বে|
2016-02-11