ওয়াশিংটন, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : এবছরেই মার্কিন মুলুকে নাশকতা চালাতে দৃঢ়প্রতিজ্ঞ আইএস| চলতি বছরেই এই নাশকতা হানা হতে পারে বলে আমেরিকা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে এমনটাই জানানো হয়েছে|
আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর ডিরেক্টর জেমস ক্ল্যাপ্পার জানিয়েছেন, আইএস এবছরেই আমেরিকায় বড়সড় নাশকতা হামলা করার পরিকল্পনা করছে| আইএসের এই পরিকল্পনাকে সর্বশ্রেষ্ঠ জঙ্গি হুমকি বলেও আখ্যা দিয়েছেন জেমস| তাঁর কথায়, এই জঙ্গিগোষ্ঠী সারা পৃথিবীর বিরুদ্ধে অন্যান্য জঙ্গিগোষ্ঠীগুলিকে নাশকতা হামলার ব্যাপারে সরাসরি অনুপ্রাণিত করছে| একই সুরে আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দা দফতরের নৌ-বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ভিনসেন্ট স্টিওয়ার্ট বলেন, আইএস প্রথমে ইউরোপে, তারপর আমেরিকায় নাশকতার ছক কষছে|
জেমস আরও জানান, আইএসের সঙ্গে আল-কায়েদাও আমেরিকার শত্রু| এছাড়া বর্তমানে চিন, রাশিয়া এবং উত্তর কোরিয়া পারমাণবিক শক্তিতে বলীয়ান হয়ে উঠছে এবং এদের থেকেও সাইবার হুমকির সম্ভাবনা দেখছে আমেরিকা| সবমিলিয়ে বলা যায়, বর্তমানে আমেরিকার আকাশে ঘোর সঙ্কট দেখছে গোয়েন্দা বাহিনী|