নয়াদিল্লী, ৯ ফেব্রুয়ারি৷৷ অল্পের জন্য রক্ষা পেলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু৷ মঙ্গলবার কপ্ঢারে করে যা্যয়ার সময় হঠাৎই কন্টারে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়৷ তখনই হিন্দোল এয়ারবেস-এ চপারটিকে জরুরী অবতরণ করানো হয়৷ ইঞ্জিনে সমস্যার কারণে সময়মতো অবতরণ করানোয় নিরাপদে আছেন তিনি৷ এদিন তেহরি থেকে এমআই-১৭জি৫ কন্টারটিতে ওঠেন দুজনে৷ কুড়ি মিনিট আকাশে উড়ার পরই চালক ইঞ্জিনোর গোলযোগ বুঝেন৷
2016-02-10