নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ ভিলেজ কমিটি নির্বাচন নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য রাজ্য নির্বাচন কমিশনের দরবারে সোচ্চার হয়েছে আইএনপিটি৷ মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনার জি কে রাওয়ের সাথে সাক্ষাৎ করে আইএনপিটি দল৷ নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে গণতন্ত্র লুন্ঠিত বলে নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানায় আইএনপিটি৷ পাশাপাশি নির্বাচনকে ঘিরে রাজ্যের আইন শৃঙ্খলা নষ্ট হলে নির্বাচন কমিশনারকেই এর দায় নিতে হবে বলে আইএনপিটি স্পষ্ট করে দেয়৷ আইএনপিটির সভাপতি বিজয় রাংখল জানিয়েছেন, নির্বাচন কমিশনার রাজ্যে অবাদ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার সবরকম চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন৷
2016-02-10