নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ ফেব্রুয়ারি৷৷ আবারো যান দুর্ঘটনা বড়মুড়া পাহাড়ের আসাম – আগরতলা জাতীয় সড়কে৷ মঙ্গলবার ৩৩০ মিনিট নাগাদ দ্রুত গাতিতে আসা মারুতী গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে গভীর খাদে পরে যায়৷ আহত হয় চালক সহ চারজন৷ ঘটনার বিবরনে জানা যায় আগরতলা থেকে ধর্মনগরের উদ্যেশ্যে যাওয়ার পথে টি আর ০৫-এ- ০৪০৮ নম্বরে অলটু ৮০০ গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে প্রায় পশ্চাশ ফুট গভীর খাদে পরে যায়৷ সঙ্গে সঙ্গে এলাকাবাসী ঘটনা প্রত্যক্ষ করে চালক সহ যাত্রীদের গাড়িথেকে উদ্ধার করে তেলিয়ামুুড়া গ্রামীন হাসপাতালে নিয়ে আসে৷ ঘটনায় চালক রাজু দে এর ডান হাতটি ভেঙ্গে যায় তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে ৷ অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ৷ যতদুর জানা গেছে ধর্মনগর এর বাসিন্দা রাধা বল্লভ দেবনাথ ঐ গাড়ির মালিক৷ তিনি নিজেও গাড়িতে ছিলেন, এবং অল্প বিস্তর আহত হন৷
2016-02-10