BRAKING NEWS

শূকর বিক্রির টাকায় জিবিতে চিকিৎসার বিল মিটিয়ে ধর্ষিতা বোনকে বাড়ি নিয়ে গেল ভাই

AGMCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারী৷৷ বিল মিটিয়ে না দেওয়ায় চাচুবাজারে ধর্ষিতা উপজাতি নাবালিকাকে ছুটি না দেওয়ার অভিযোগ উঠল জিবি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে৷ সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে ধর্ষিতাদের চিকিৎসা বিনামূল্যে করার কথা রাজ্যের সবকটি সরকারী হাসপাতালে৷ অথচ চাচুবাজারের ধর্ষিতা উপজাতি নাবালিকার চিকিৎসা বাবদ ৫, ৫৯০ টাকার বিল ধরিয়ে দেয় জিবি হাসপাতাল কর্তৃপক্ষ৷ হতদরিদ্র উপজাতি পরিবারটি বিল মিটিয়ে দিতে পারবে না জানালে হাসপাতাল কর্তৃপক্ষ ঐ নাবালিকাকে ছুটি দিতে রাজি হয়নি৷ অবশেষে নিরূপায় হয়ে ধর্ষিতার ভাই গিয়ে গৃহপালিত শূকর বিক্রি করে টাকার ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষের বিল মিটিয়ে দেয়৷ তারপরই ঐ নাবালিকাকে ছুটি দেয় জিবি হাসপাতাল কর্তৃপক্ষ৷ রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের এহেন ভূমিকায় রীতিমতো ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *