BRAKING NEWS

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৯০২টি আসনে জয়ী বামফ্রন্ট

left front copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বামফ্রন্টের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৯০২টি আসনে জয়ী হয়েছেন৷ এই নির্বাচনে মোট প্রার্থী ৮২০১ জন৷ সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম দিন৷ রাজ্যের ৫২টি ব্লক থেকে সংগৃহীত চূড়ান্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের সচিব এই খবর জানিয়েছেন৷ তিনি জানান, ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপির ৯৮৩, সিপিআইএমের ৩৬৫৫, সিপিআই’র ১৮, আরএসপির ১৫, ফরোয়ার্ড ব্লকের ৯, কংগ্রেসের ৬০১, আইপিএফটি’র ১৭৩৯, আইএনপিটির ৭৮৪ এবং অন্যান্য ৩৯৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ ভিলেজ কমিটির সবকটি আসনে বামফ্রন্ট ছাড়া অন্য কোন রাজনৈতিক দল সবকটি আসনে প্রার্থী দিতে পারেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *