BRAKING NEWS

নকল বিলেতী মদের কারখানা গুড়িয়ে দিল খোয়াই থানার পুলিশ

Khowai Liqourনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ ফেব্রুয়ারি৷৷ খোয়াই থানার পুলিশ মদ বিরোধী অভিযান নেমে ব্যাপক সাফল্য  পেল মঙ্গলবার৷ গোপান সূত্রের ভিত্তিতে খোয়াই কলেজের পেছনে লালছড়া এলাকায় এক বাড়ীতে হানা দিয়ে বিলেতি মদ সহ কোরক্স জাতীয় নেশা সামগ্রীও উদ্ধার করে৷ প্রচুর পরিমানে এই বিলেতি মদ ও নেশা সামগ্রী মজুত ছিল৷ খোয়াই থানার এস আই  রঞ্জিত দেববর্মা জানালেন, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ লালছড়া নিবাসী মৃত ধনু দাসের ছেলে দীপঙ্কর দাস নামে এক ব্যাক্তির ঘরে মজুত এই নেশা সামগ্রীগুলি উদ্ধার করে খোয়াই থানার পুলিশ৷ মোট ৫৫টি বোতল গোল্ডস ক্লাব ও জ্যাকপট  ইত্যাদি বিলেতি মদ উদ্ধার হয় ৷ সাথে প্রচুর পরিমানে খালি বোতলও উদ্ধার হয়৷ সেই সাথে প্রচুর পরিমানে মজুত কোরাক্স-ও উদ্ধার করে পুলিশ৷ এধরনের অভিযান আগামী দিনেও অব্যহত থাকবে বলে জানালেন এস আই রঞ্জিত দেববর্মা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *