বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল আবোধ-অসম এক্সপ্রেস

indianrailwaylogoপাটনা, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল আবোধ-অসম এক্সপ্রেস| মাঝপথেই লাইনচু্যত হয়ে যায় অবোধ-অসম এক্সপ্রেসের তিনটি বগি| তবে চালকের তত্পরতায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি| বগি বেলাইন হলেও ট্রেন যাত্রীদের হতাহতের কোনও খবর নেই বলে রেল মন্ত্রকের দাবি|
\ানা গিয়েছে, সোমবার সকালে বিহারের মুজফ্‌ফরপুর জেলার মীরাপুর স্টেশনের কাছে আচমকাই অবোধ-অসম এক্সপ্রেসের তিনটি বগি লাইনচু্যত হয়ে যায়| তবে ট্রেনের গতি কম থাকায় এবং চালক সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেওয়ায় বড় দুর্ঘটনা ঘটেনি| পূর্ব-মধ্য রেলের এক আধিকারিক জানান, মীরাপুর স্টেশনের কাছে রেললাইন ভাঙাচোড়া থাকার জন্যই অবোধ-অসম এক্সপ্রেসের তিনটি বগি লাইনচু্যত হয়ে যায়| তবে হতাহতের কোনও খবর নেই| এই ঘটনার পর ব্যস্ততম হাজিপুর-মুজফ্‌ফরপুর রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়| এই রুটের ট্রেনগুলি আপাতত অন্য রুটে চলবে বলে রেলের তরফে ঘোষণা করা হয়েছে|