
বস্টন, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : অসহিষ্ণুতা বিতর্কে এবার মুখ খুললেন অভিনেতা কমল হাসান| তাঁর মতে, দেশে এখন সমস্ত সম্প্রদায়ের পরস্পরকে গ্রহণ করার মানসিকতা অর্জন করা প্রয়োজন| কমল সহিষ্ণুতা শব্দটিরই বিপক্ষে| তিনি বলেন, আমি সহিষ্ণুতা নয়, গ্রহণ শব্দটিতে বিশ্বাসী| তাঁর মতে, কেন কোনও বিষয়কে গ্রহণযোগ্য বা অগ্রহণযোগ্য বলে ভাবতে পারি না?
হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে কমল বলেন, দেশে ভেদাভেদ মুছতে একে অপরকে গ্রহণ করার মানসিকতা নিতে হবে| সেখানে পড়ুয়াদের সামনে তিনি আরও বলেন, এদেশ এমনিতেই তাঁর দুই বাহু বাংলাদেশ, পাকিস্তানকে হারিয়েছে| তাই এই দেশকে রক্ষা করতে এখন ঐক্য ও সংহতি খুবই প্রয়োজন| তিনি বলেন, আমরা সহ্য করি বলেই দেশে অসহিষ্ণুতা রয়েছে| যদি আমাদের মধ্যে গ্রহণ করার ক্ষমতা তৈরি হয়| তবে এই সমস্যাগুলিই থাকবে না| প্রত্যেক ধর্মের মানুষের প্রতি সহনশীল হওয়ার পরামর্শ দেন তিনি|