BRAKING NEWS

মুম্বই হামলা নিয়ে বিশেষ আদালতে বিস্ফোরক স্বীকারোক্তি দিলেন মূলচক্রী ডেভিড হেডলি

26_11 Mumbai Attack copyমুম্বই, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : হাফিজ সঈদের নির্দেশেই কাজ করতাম| সঈদের বক্তৃতায় অনুপ্রাণিত হয়েছিলাম| সোমবার মুম্বই আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বয়ান দিতে গিয়ে এমনই মন্তব্য করল মুম্বই হামলার মূল চক্রী ডেভিড হেডলি| জেহাদি প্রশিক্ষণ নেওয়ার সময়ই লকভির সঙ্গে তার আলাপ হয় এবং সেই সূত্রেই হাফিজ সঈদের সঙ্গে তার পরিচয় বলে জানায় হেডলি| তার কথায়, কাশ্মীরে ভারতীয় সেনার বিরুদ্ধে লড়তে চেয়েছিলাম| লকভিও যেতে দেয়নি| ময়দানে নেমে লড়াইয়ের বয়স নেই| অন্য কাজে লাগাবে বলে লকভিই তাকে জানিয়েছিল বলে আদালতে দাবি জানায় হেডলি| এছাড়া হাজিফ সঈদ তাদের কাজকর্মের সঙ্গে জড়িত পাকিস্তানের সেনা কর্তাদের নাম নেয় বলেও জানায় মুম্বই হামলার মূলচক্রী| তার মন্তব্য, আমার কাছে ভারতের ভিসা ছিল| তা দেখে খুশি হয় আইএসআই কর্তারা|
এদিন ডেভিড হেডলির বয়ানে চাঞ্চল্যকর নানা তথ্য উঠে এসেছে| হাফিজ সঈদের সঙ্গে যোগসূত্র ব্যাখ্যা করার পাশাপাশি তার ভারতে আগমনের কথাও জানায় ২৬-১১ হামলার মাস্টার মাইন্ড| মুম্বই হামলার চার মাস পরেও ভারতে এসেছিল হেডলি| ২০০৯ সালের ৭ই মার্চ ভারতে এসেছিল বলে জানাল ডেভিড কোলম্যান হেডলি|
২০০৮ সালের নভেম্বর মাসে মুম্বই শহরে জঙ্গি হামলা চালায় লস্কর জঙ্গিরা| এর আগে দুবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল লস্কর ই তৈবা| ওই বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে মুম্বই হামলার জন্য এগোলেও মাঝপথে রণে ভঙ্গ দিতে হয়েছিল তাদের| ভিডিও কনফারেন্সে মুম্বই আদালতে এমনই জানিয়েছে ডেভিড হেডলি| হেডলির সাক্ষ্য অনুযায়ী, সন্ত্রাসবাদী সংগঠন লস্কর ই তোইবার একনিষ্ঠ সমর্থক ছিল মুম্বই হামলার মূল ষড়যন্ত্রকারী| লস্করে তার সহকর্মী ছিল সাজিদ মীর| কাশ্মীরে বিভিন্ন জঙ্গি হানার সঙ্গে জড়িত ছিল এই সাজিদ| দাউদ গিলানি থেকে ডেভিড হেডলি হওয়ার পরেই সাজিদের সঙ্গে যোগাযোগ করে সে| নাম পরিবর্তনের পরেই পাকিস্তানে গিয়েছিল| ভারতে প্রবেশের জন্যেই এই নাম বদল বলেও কবুল করেছে দাউদ গিলানি তথা ডেভিড হেডলি| সাজিদ মীর চাইছিল ভারতে পাকাপাকিভাবে ব্যবসা করুক মুম্বই হামলার মূলচক্রী| ভুয়ো পাসপোর্ট বানিয়ে ২০০৭ সাল থেকে ২০০৮ সালের মধ্যে সে আটবার ভারতে এসেছিল| এর মধ্যে সাত বার মুম্বই এসেছিল হেডলি| একবার আমেরিকা থেকে দিল্লি এসেছিল| বাকি সাতবার মুম্বই রেইকি করতে হেডলি পাকিস্তান হয়ে ভারতে ঢুকেছিল| প্রথমবার ভারতে আসার আগেই সাজিদ মুম্বই হামলার পরিকল্পনার কথা তাকে জানিয়েছিল বলে বয়ানে বলেছে ডেভিড হেডলি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *