নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি৷৷ দ্রুতগামী ডি আই গাড়ি উল্টে, আহত তিন, এর মধ্যে ওয়াসিম হুসেন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক৷ রবিবার ঘটনাটি ঘটে সোনামুড়ার বড়নারায়ন এলাকায়, পাচার কাজে ব্যাবহৃত এসব বেপরোয়া গাড়িগুলির বিরুদ্ধে ব্যাবস্থা না নিয়ে শুধু বাইকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলতে থাকায় ক্ষোভ জনমনে৷
ঘটনাটিকে ঘিরে ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্য ছড়ায় বড়নারয়ণ এলাকায টি আর ০৩-সি-১৯৩৬ নম্বরের ডিআই গাড়িটির গতি প্রায় একশের ওপর ছিল৷ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি৷ এতে আহত হয় গাড়িতে থাকা সাকিল হুসেন আলমগির হুসেন ও ওয়াশিম হোসেন, তাদের প্রত্যেকেরই বয়স ১৫ থেকে ১৭ এর মধ্যে৷ এর মধ্যে আশঙ্কাজন অবস্থায় ওয়াশিমকে ধনপুর হাসপাতাল থেকে মেলাঘর হয়ে জিবিতে পাঠানো হয়েছে৷ বাকি দুজন চিকিৎসাধিন মেলাঘর হাসপাতালে৷ দ্রুতগামী এই গাড়িটে চালাচ্ছিল মাত্র ১৭ বছর বয়সী লাইসেন্স বিহীন চালক সুব্রত কর্মকার৷ সে ওয়ার্কশপ কর্মচারী৷ ঘটনার পর পুলিশের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেন উপস্থিত জনগন, কারন এ সর্মস্ত ডি আই গাড়ি গুলি বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাবহৃত হয় পাচার কাজে৷ এ গাড়ি গুলির জন্য আতঙ্কগ্রস্ত জনগন৷ এক প্রকার প্রাণ হাত নিয়েই রাস্তা চলাচল করতে হয় সোনামুড়ার পথচারিদের৷ কিন্তু এ গাড়ি গুলির বিরুদ্ধে পুলিশ কোন্য ব্যাবস্থা গ্রহন করেনা৷ যেমন ভাবে ব্যাবস্থা গ্রহন করা হয়না রকেট গতিতে ছুটে চলা বড়লোক পিতার বাউন্ডেনো বাইক চালক ছেলেদের বিরুদ্ধে৷