ইসলামাবাদ, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : পাঠানকোট হামলার সঙ্গে মৌলানা মাসুদ আজহারের কোনও যোগ নেই| যৌথ কমিটির তদন্তের পর সোমবার এমনই রিপোর্ট পেশ করল পাকিস্তান| ওই হামলায় জইশ-ই-মহম্মদের যোগের কোনও প্রমাণ মেলেনি বলেও দাবি করল ইসলামাবাদ|
রিপোর্ট অনুসারে জানানো হয়েছে, ভারত থেকে পাওয়া তথ্যপ্রমাণ অনুসারে পাঠানকোট হামলার সঙ্গে মৌলানা আজহারের যোগ থাকার কোনও প্রমাণ মেলেনি| বিষয়টি পাকিস্তান কর্তৃপক্ষ নয়াদিল্লিকে জানিয়েও দিয়েছে| ফলে বলা যায়, পাঠানকোট হামলায় পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এবং ওই সংগঠনের নেতা মৌলানা মাসুদ আজহারের যুক্ত থাকার অভিযোগ একেবারে খারিজ করে দিল পাকিস্তান|
উল্লেখ্য, গতমাসে পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় সাত জওয়ানের মৃতু্য হয়| তদন্তে নেমে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের যোগ রয়েছে বলে নয়াদিল্লি জানতে পারে| জইশ-ই-মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহার ছয় জঙ্গিকে পাঠানকোটে পাঠিয়েছিল| এরপর পুরো বিষয়টি পাকিস্তানকে জানিয়ে জইশ-ই-মহম্মদের বিরুদ্ধে কড়া পদক্ষেপেরও দাবি জানায় ভারত| পাক প্রধানমন্ত্রীও এই বিষয়ে তদন্তের আশ্বাস দেন এবং তদন্তের জন্য একটি যৌথ কমিটি গঠন করেন| তারপর পাকিস্তানের আবেদনে সাড়া দিয়ে পাঠানকোট হামলার সমস্ত তথ্যপ্রমাণও ইসলামাবাদের হাতে তুলে দেয় নয়াদিল্লি| এমনকি জঙ্গিদের ফোন কলের রেকর্ডও দেয়| কিন্তু গত একমাস তদন্তের পর ভারতের সমস্ত অভিযোগই খারিজ করে দিল ইসলামাবাদ|