মুম্বই, ৭ ফেব্রুয়ারি (হি.স.): বাণিজ্যনগরীতে স্পা সেন্টারের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ| মুম্বইয়ের ডায়মন্ড গার্ডেনের কাছে চেম্বুর অঞ্চলে তন্ত্রা স্পা সেন্টারে বেশ কয়েকদিন ধরেই দেহ ব্যবসা চলছিল বলে খবর পায় পুলিশ| গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ওই স্পা সেন্টারে হানা দেয় মুম্বই পুলিশ|
স্পা সেন্টারের ম্যানেজার, কর্মী সহ মোট ১০ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে| উদ্ধার করা হয়েছে ৭ তরুণীকে| তাদের মধ্যে ৬ জন থাইল্যান্ড থেকে এ দেশে এসেছিল বলে জানিয়েছে পুলিশ| এরা প্রত্যেকেই বিজনেস ভিসা নিয়ে ভারতে আসে| তাদের বিষয়ে বিদেশ মন্ত্রককে জানানো হয়েছে| আপাতত উদ্ধার হওয়া তরুণীদের পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে|