কলকাতা, ৬ ফেব্রুয়ারি৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচন নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বকে বরদাস্ত করবেন না বলে কড়া বার্তা দিলে তৃমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ শনিবার দক্ষিণ ২৪ পয়গনা জেলা নেতৃত্বকে নিয়ে কালীঘাটে নিজের বাড়িতে বৈঠকে বসেছিলেন তিনি৷ এই বৈঠকে দলের ও সংশ্লিষ্ট জেলার নেতৃত্বের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে মমতা বলেন, দল যাকে মনোনীত করবে তাঁকেই মেনে নিতে হবে৷ মানুষের মাঝে থেকে কাজ করতে হবে৷ এই নিয়ে কোনও দ্বিমত বা কোন্দল যাতে না তাকে তাঁর উপর কড়া হুঁশিয়ারি দেন তিনি৷
প্রত্যাশামতোই বৈঠকে যোগ দিয়েছিলেন তৃণমূল সাংসদ তথা প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়৷ সেইসঙ্গে বৈঠকে যোগ দিতে এসেছেন বির্তকিত তৃণমূল নেতা আরাবুল ইসলামও৷ এ ছাড়াও আজকের বৈঠকে উপস্থিত ছিলেনন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, শোভন চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, দেবশ্রী রায় সহ দক্ষিণ ২৪ পরগনা জেলার সমস্ত বিধায়ক, সাংসদ, মন্ত্রী, জেলা পরিষদের সদস্য, ব্লক সভাপতিরা৷
2016-02-07

