পিয়ংইয়ং, ৭ ফেব্রুয়ারি (হি.স.): গত মাসেই পরীক্ষামূলক ভাবে পরমাণু শক্তির পরীক্ষা| এবার রাষ্ট্রসংঘ-সহ আন্তর্জাতিক মহলের হুঁশিয়ারির তোয়াক্কা না করেই দূরপাল্লার রকেট উত্ক্ষেপণ করল উত্তর কোরিয়া| ভারতীয় সময় রবিবার সকালে দূরপাল্লার রকেট উত্ক্ষেপণ করা হয়| দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের এক পদস্থ কর্তা জানিয়েছেন, উত্তর-পশ্চিমে চিনের সীমান্তের গা ঘেঁষে থাকা তোংচাং-রির বিশেষ রকেট উত্ক্ষেপণ এলাকা থেকেই এ দিন সকালে পিয়ংইয়ং পরীক্ষামূলক ভাবে এই রকেট উত্ক্ষেপণ করেছে|দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র মুন সাঙ-গায়ুঙ জানিয়েছেন, রকেটটি এমন ভাবে বানানো হয়েছে যাতে তা তিনটি পর্যায়ে কার্যকর হয়| এ দিন দেখা গিয়েছে, উত্ক্ষেপণের চার মিনিট পরেই তা রাডার থেকে অদৃশ্য হয়ে যায়| ওই সময় রকেটটি ছিল সমুদ্র-পৃষ্ঠ থেকে ২৪০ মাইল উঁচুতে| আর তা উত্ক্ষেপণ-স্থল থেকে ছিল ৪৯০ মাইল দুরে| দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম প্রান্তে|
ওই উত্ক্ষেপণের খবর পাওয়ার পরেই তড়িঘড়ি জরুরি বৈঠক ডাকেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই| কূটনৈতিক সূত্রের খবর, তড়িঘড়ি নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার জন্য রাষ্ট্রপুঞ্জের কাছে আর্জি জানিয়েছে আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়া| আমেরিকার সেক্রেটারি অফ স্টেট জন কেরি বলেছেন, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত সিদ্ধান্তসমূহের উল্টো পথে হেঁটে এ কাজ করেছে উত্তর কোরিয়া| এই নিয়ে পরপর দু’বার উস্কানিমূলক আচরণ করল ওরা| এই সব কাজ কোরীয় অঞ্চল-সহ সামগ্রিকভাবে বিশ্বের শান্তির পরিপন্থী| যদিও দক্ষিণ কোরিয়ার একটি সংবাদমাধ্যমের দাবি, উত্তর কোরিয়া উত্ক্ষেপণের চেষ্টা করেছিল বটে| কিন্তু তা পুরোপুরি ব্যর্থ হয়েছে|