নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৫ ফেব্রুয়ারি৷৷ ২০১৬ ভিলেজ কাউন্সিল নির্বাচনে আইপিএফটি দলের উপর নির্ভর করে জাতীয় দলগুলি সহ একাধিক আঞ্চলিক দল এবার শক্ত মার খেল৷ খোয়াই মহকুমার পদ্মবিলে ১৭টিএডিসি ভিলেজের মধ্যে ১৬টি এডিসি ভিলেজ আইপিএফটি এবং ১টি এডিসি ভিলেজের দুটি ওয়ার্ডে কংগ্রেস মনোনয়নপত্র জমা দিয়ে গণতন্ত্রের মান বাঁচালেও তুলাশিখরে আইপিএফটি ২৩টি এডিসি ভিলেজের মধ্যে ১৩টিতে শাসক দলকে বিনাযুদ্ধে জয়ী করায়৷ এবছর আইপিএফটির দাপট দেখে জাতীয় দল কংগ্রেস বিজেপি এবং আঞ্চলিক দল আইএনপিটি ও এন সি টি ভোটের লড়াই থেকে সরে গিয়ে ভোট ভাগাভাগি রোধ করতে আইপিএফটিকে সুবিধা করে দিয়েছিল৷ সরকটি বিরোধী দল তুলাশিখরের ২৩টি এডিসি ভিলেজে প্রার্থী না দিয়ে সব ছেড়ে দেয় আইপিএফটির হাতে৷ গত দুদিনে আইপিএফটি ২৩টি ভিলেজের মধ্যে পশ্চিম লক্ষ্মীছড়া, পূর্ববাচাই বাড়ি পূর্ব বেহালাবাড়ি, পশ্চিম বাচাইবাড়ি ও তকসাইয়া বাড়ি এই পাঁচটি ভিলেজের সবকটি ওয়ার্ডে শুধুমাত্র প্রার্থী দিতে পেরেছে৷ আর পূর্ব তকসাইয়াতে নির্দল প্রার্থীরা সবকটি ওয়ার্ডে প্রার্থী দেয়৷ এই ছয়টি ওয়ার্ড ছাড়া পশ্চিম রাজনগরে নির্দল প্রার্থী দুটি ওয়ার্ডে, বেহালাবাড়িতে ও পশ্চিম লক্ষ্মীছড়াতে আইপিএফটি চারটি করে প্রার্থী দেয়৷ আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তুলাশিখর ব্লকের বদলাবাড়ি, পূর্ব বাদলাবািড়, তুইচিং গ্রামবাড়ি, হলং মতাই, পূর্ব রাজনগর, রাজনগর, পূর্বচাম্পাছড়া, পশ্চিমচাম্পাছড়া, শিকারিবাড়ি, বনবাজার, আশারামবাড়ি, পূর্ব সিঙ্গিছণা ও বিদ্যাবিল এই ১৩টি এডিসি ভিলেজে বিরোধীরা একটি ওয়ার্ডেও কোন প্রার্থী দিতে না পারায় সিপিএম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন৷ অপরদিকে পদ্মবিল ব্লকের ১৭টি এডিসি ভিলেজ কমিটির ১৩টি মোট ৫৪টি আসনেই বিনা যুদ্ধে জয়ী হয় বামফ্রন্ট৷ শনিবার হবে সর্বশেষ স্ক্রুটিনী৷ তাই এই জয় ঘোষণা এখন সময়ের অপেক্ষামাত্র৷
2016-02-06