নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : প্রখ্যাত কার্টুনিস্ট সুধীর তাইলাংয়ের জীবনাবসান হল| শনিবার দুপুরে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি| মৃতু্যকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর| পদ্মশ্রীপ্রাপ্ত কার্টুনিস্ট সুধীর তাইলাংয়ের মৃতু্যতে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহসহ বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ| প্রখ্যাত কার্টুনিস্ট সুধীর তাইলাংয়ের মৃতু্য হলেও তাঁর কীর্তি চিরকাল সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে টু্যইট করেছে জাতীয় কংগ্রেস|
সুধীর তাইলাংয়ের মেয়ে অদিতি জানান, দীর্ঘদিন ধরে ব্রেন ক্যান্সারে ভুগছিলেন সুধীর তাইলাং| দুবছর আগে তাঁর মাথায় দুটি অস্ত্রোপচারও করা হয়| সম্প্রতি তাঁর বাঁচার আশা ছেড়ে দেন চিকিত্সকরা| তবুও শেষ চেষ্টা হিসাবে গুরগাঁওয়ের এক হাসপাতালে ভর্তি করা হয় সুধীর তাইলাংকে| প্রায় একমাস হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন তিনি| তারপর এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ গুরগাঁওয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি কার্টুনিস্ট| তবে এদিন তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে না| আগামীকাল অর্থাত্ রবিবার দুপুরে সুধীর তাইলাংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে বলে অদিতি জানিয়েছেন|
2016-02-06